দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বেশ কিছু জায়গায় অনিয়মের অভিযোগ উঠেছে।
সারাদেশে ভোটগ্রহণ চলাকালীন ৩৭ স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া জালভোটের অভিযোগে দুপুর পর্যন্ত ৮ জনকে আটকের কথা জানিয়েছে ইসি। দুপুর পর্যন্ত অনিয়মের অভিযোগে নরসিংদীতে ১টি কেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
এদিকে, বিদেশি পর্যবেক্ষকরা বলছেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। তারাও আশা করছেন শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে তারা যে কেন্দ্রগুলো পযবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি বলেও জানান এক বিদেশি পর্যবেক্ষক।
সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ‘ভোটারের উপস্থিতি কম নাকি বেশি, সেগুলোর কিছুই জানেন না তিনি।
এর আগে সকাল ৮টার দিকে ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন। এছাড়া নিজ নিজ আসনে ভোট দিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্ত্তুজাসহ হেভিওয়েট প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে এবার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়, মধ্যেরাত এবং ভোর রাতের দিকে।
Discussion about this post