ভূয়া পরিচয়ে ওমরা যাত্রীর ভিসা ও টিকেটের টাকা আত্মসাতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস এ্যাসিসটেন্ট রিজার্ভেশন টিকেটিং কর্মকর্তা পরিচয়ে ৪০ ওমরা যাত্রীর ভিসা ও টিকেটের ৩১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাত করেন তারা।
আসামিরা হলেন- আরমান হোসেন ওরফে আদনান, জান্নাতুল ফেরদৌস ও আশেক আলী। তাদের মধ্যে আরমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকার দক্ষিণ খান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, ফ্লাইট ডেপারচার এক্সিকিউটিভের ভুয়া কার্ড, ইউনিফর্ম, পাসপোর্ট, একাধিক চেক বই জব্ধ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (পশ্চিম বিভাগ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, মামলার বাদী মুহাম্মদ মুহিবুর রহমান তার প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরা পালনের জন্য মুসল্লিদের সৌদি পাঠানোর ব্যবস্থা করেন। প্রতারক আরমান সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কল করে খুবই কম দামে টিকেটের ব্যবস্থা করে দেবেন বলে মামলার বাদীকে জানান। কথা মতো মুহিবুরের কাছ থেকে ব্যাংক ও বিকাশে ৩১ লাখ ৭৫ হাজার টাকা নেয় আরমান। কিন্তু টিকেট না দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ করে রাখেন তিনি। এ ঘটনায় মুহিবুর থানায় মামলা করেন।
নগরের ডবলমুরিং মডেল থানার এসআই মো. ইমান হোসেন বলেন, ‘তদন্তের দায়িত্ব পেয়ে আসামি আরমানের অবস্থান শনাক্তের চেষ্টা করি। কিন্তু তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। পরে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আরমান ও তার সহযোগিদের গ্রেপ্তার করা হয়।’
এস আর/
Discussion about this post