বোর্ডে মাত্র ৪২ রান ৷ টেস্টের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ৷ দু’অঙ্কের রান করলেন মাত্র দুই ব্যাটার ৷ কামিন্দু মেন্ডিস করলেন সর্বোচ্চ ১৩ রান ৷ মার্কো জানসেনের ৭ উইকেট মাজা ভেঙে দিল ৯৬’এর বিশ্বজয়ীদের ৷ ডারবানে লজ্জার রেকর্ড গড়ল দ্বীপরাষ্ট্র ৷
১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ ৬ উইকেট নিয়েছিলেন ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম নিয়েছিলেন ৪টি উইকেট ৷ টেস্টের ইতিহাসে এটিই এতদিন ছিল শ্রীলঙ্কা সর্বনিম্ন স্কোর ৷ এদিন পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্ডিমলদের ব্যর্থতায় সেই লজ্জার রেকর্ডও ভেঙে গেল ৷
কিংসমিডে প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ সেখান থেকে প্রোটিয়াদের ম্যাচে ফেরালেন মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজে ৷ জানসেন নিলেন৭টি উইকেট, কোয়েটজে নিলেন ২টি ৷ একটি উইকেট গেল কাগিসো রাবাদার ঝুলিতে ৷ তিন পেসারের দাপটে ৪২ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস ৷ প্রথম ইনিংসে ১৫৭ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা ৷
এ ইউ/
Discussion about this post