মার্কিন ফেডারেল সরকারের কর্মচারীদের কাছ থেকে কাজের হিসাব চেয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামীকাল সোমবারের মধ্যে তাদের কাজের হিসাব দিতে হবে; নইলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই এই ই–মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ই–মেইলের অনুরোধে সাড়া না দেয়াকে পদত্যাগ হিসেবে দেখা হবে।
এক্সে মাস্ক বলেন, ‘সমস্ত ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন যেখানে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন তা জানতে চাওয়া হবে। সেটা জানাতে কেউ ব্যর্থ হলে তা ওই কর্মচারির পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করার কয়েক ঘন্টা পরই মাস্ক তার পোস্টটি করেন। ট্রাম্প তার পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মীবাহিনীর আকার কমাতে এবং পুনর্গঠনের জন্য ডিওজিই’র আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়া উচিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলগুলো দেখার সুযোগ হয়েছিল রয়টার্সের। তাতে কর্মীদের গত সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি কী করেছেন তার সারসংক্ষেপসহ পাঁচটি বুলেট পয়েন্টে উত্তর দিতে বলা হয়েছে।
মার্কিন সরকারের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের ঠিকানা দিয়ে এই ই–মেইল পাঠানো হয়েছে। আর ই–মেইলের জবাব দেয়ার জন্য সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় দেয়া হয়েছে।
তবে কোনো ফেডারেল কর্মচারী মাস্কের অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হলে তিনি কোন আইনি-ভিত্তিতে তাকে বরখাস্ত করবেন, তা স্পষ্ট নয়। আবার যেসব কর্মচারী বিধিমোতাবেক গোপনীয় কাজের বিবরণ দিতে পারেন না, তাদের ক্ষেত্রে কী হবে, তা–ও পরিষ্কার নয়।
এস এইচ/
Discussion about this post