তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে আজ নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টোয়েন্টিতে টস জিতে আক্রমণাত্মক বোলিং করছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামেছে টাইগাররা।
ওয়ানডেতে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
তরুণ দল নিয়ে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে তারা। ১ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের। প্রথম ওভারেই উইকেট পেলেন মেহেদি। টিম সেইফার্টকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রীতিমতো ঝড় তোলেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট তুলে নিয়েছেন এই পেসার।
৫ম তম ওভারে ড্যারিল মিচেলকে সাজ ঘরে ফেরালেন মাহেদি হাসান । খবরটি লেখা পর্যন্ত, ৭ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৯/৪ রান।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
এস আর/
Discussion about this post