চার দিন ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পৌঁছান। হলের শিক্ষার্থীরা তাকে তার নিজ কক্ষে পৌঁছে দেন। তবে, নিখোঁজ থাকার সময় তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে সময় কাটিয়েছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
খালিদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ জানান, “খালেদ হলে ফিরে এসেছে। সে খুবই চুপচাপ রয়েছে এবং এখনো কিছু বলেনি। আমরা তাকে সময় দিচ্ছি। ফ্রেশ হওয়ার পর হয়তো বিস্তারিত জানাতে পারবে।”
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ।
এম এইচ/
Discussion about this post