রেললাইন ও ট্রেন—সবকিছুই নতুন। বিশাল অঙ্কের টাকা খরচ করে যাত্রী সেবা নিশ্চিত করতেই এত আয়োজন। স্বাভাবিকভাবে সুন্দর ও নিরাপদ ট্রেন যাত্রাই প্রত্যাশ্যা করেছিলেন যাত্রীরা। তবে তাদের এই আশা ট্রেন চলতে শুরু করলেই দুরাশায় পরিণত হয়। ৫১ হাজারের বেশি টাকা খরচ করে আধুনিকায়ন করা রেলে যাত্রীরা ঝাঁকুনি খেতে খেতে গন্তব্যে পৌঁছান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি স্পেনের মাদ্রিদ ও গিজনের মধ্যবর্তী রেলপথে ঘটেছে। দ্রুতগতির এই ট্রেনে চড়ে যাত্রীরা ভালোভাবে গন্তব্যে যাওয়ার আশা করলেও টানা তিন ঘণ্টা ঝাঁকুনি খেতে হয়েছে তাদের। উত্তর-পশ্চিম স্পেনের ৩০০ মাইলের হাই-স্পিড রেললাইনে ঘটা এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন একজন যাত্রী।
তবে মজার বিষয় হলো এই রেলপথ লম্বার দিক থেকে পুরো ইউরোপে সপ্তম। দুই দশকের নির্মাণকাজ শেষে গত নভেম্বরে এটির উদ্বোধন করা হয়েছিল। এতে খরচ হয় ৩৪৭ কোটি ৫০ লাখ পাউন্ড বা ৫১ হাজারের বেশি টাকা।
ট্রেন থেকে নেমে কতটা ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার বর্ণনা দিয়েছেন যাত্রীরা। কেউ কেউ বিষয়টিকে মাঝ আকাশে বিমানে ঝাঁকুনি খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। এদিকে ঠিক কী কারণে এই ঝাঁকুনি হয়েছে, তা এখনও তদন্তাধীন। তবে স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি রেনফে এই ঘটনার জন্য ট্রেনে ত্রুটি ছিল বলে দাবি করে।
এ এস/
Discussion about this post