মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবর্তিত একটি বিতর্কিত কর্মসূচির আওতায় দেশটি প্রতিদিন এক হাজার ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি করছে। এই ভিসাগুলো ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ প্রদান করে।
ফেব্রুয়ারি মাসে অনুমোদিত এই উদ্যোগটি বিদ্যমান ইবি-৫ বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক অল-ইন পডকাস্টে বক্তৃতাকালে দাবি করেছেন যে বিশ্বব্যাপী ৩৭ মিলিয়ন সম্ভাব্য ক্রেতা রয়েছে এবং প্রশাসনের লক্ষ্য হচ্ছে এই ধরনের ১০ লাখ ভিসা বিক্রি করা।
লুটনিক বলেন, ‘বিশ্বে ৩৭ মিলিয়ন মানুষ আছেন, যারা এই কার্ড কিনতে সক্ষম। প্রেসিডেন্ট মনে করেন আমরা ১০ লাখ বিক্রি করতে পারব।’ তিনি আরো জানান, বিলিয়নেয়ার বিনিয়োগকারী জন পলসন এই প্রকল্পটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ইলন মাস্ক সফ্টওয়্যার অবকাঠামো উন্নয়নে অবদান রাখছেন।
যদিও এই উদ্যোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য রাজস্বের প্রতিশ্রুতি দেয়, তবে এটি আমেরিকান নাগরিকত্বের এত উচ্চ মূল্য বহন করা উচিত কিনা তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা দাবি করছেন যে এই নীতি একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা তৈরি করবে, যেখানে ধনী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে, অন্যদিকে প্রশাসন অননুমোদিত অভিবাসীদের অপসারণের প্রচেষ্টা জোরদার করছে।
এমনকি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকার পরও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গোল্ড কার্ড ভিসার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না এবং এটি তার বৃহত্তর অভিবাসন কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
এম এইচ/
Discussion about this post