নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
বুধবার (৩০ অক্টোবর) নাটোরের জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর।
সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজামাল (২৫) গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
মামলা থেকে জানা যায়, শিউলি বেগমের সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের সময় শিউলির বাবা নজরুল ইসলাম ১৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলিকে নির্যাতন করেন শাহজামাল ও তার পরিবার।
এরই ধারাবাহিকতায় ২০১১ সালের জানুয়ারি মাসে ঝগড়ার সময় শিউলিকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন শাহজামাল।
এ ঘটনায় শিউলির বাবা নজরুল ইসলাম গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড দেন।
এস এইচ/
Discussion about this post