সৌদি আরবে এই বছর হজ পালন করতে গিয়ে প্রচণ্ড গরমের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে পৌঁছেছে। বুধবার (১৯ জুন) সৌদি আরবের একজন কূটনীতিক একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি আরবের একজন কূটনীতিক এএফপিকে বলেন, মৃত হজযাত্রীর মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এতে এবারে হজযাত্রীর মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।তিনি আরও বলেন, মৃত ভারতীয় হজযাত্রীদের মধ্যে কেউ তীব্র গরমে আবার কেউ প্রাকৃতিক কারণে মারা গেছেন। এবারের হজযাত্রীদের বেশিরভাগই প্রবীণ ছিলেন।
এছাড়াও কয়েকজন ভারতীয় হজযাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। তবে নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করে জানাননি সৌদি কূটনীতিক।ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু হজযাত্রীর প্রাণহানি হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানাননি কর্তৃপক্ষ।
এএফপির তথ্য অনুযায়ী, এবারের হজ করতে গিয়ে মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৬৪৫ জনে দাঁড়িয়েছে।
এস এম/
Discussion about this post