৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন ২২ বছরের কলেজছাত্রী। এমন একটি বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বর লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টতলি এলাকার শরিফুল ইসলাম। কনে একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আইরিন আক্তার। ২২ মার্চ রাতে আইরিন নিজ ইচ্ছায় বৃদ্ধ শরিফুলকে বিয়ে করেন। এলাকাবাসী জানান, আইরিন আক্তারের সঙ্গে ওই বৃদ্ধ শরিফুলের দীর্ঘদিনের পরিচয়। আইরিন টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন। তার পড়াশোনার সব খরচ বহন করছেন শরিফুল ইসলাম।
জানা যায়, ১৫ বছরে আগে শরিফুল ইসলামের স্ত্রী মারা যান। সেই থেকে তিনি একা হয়ে পড়েন। এলাকায় বৃদ্ধ শরিফুল ইসলাম কারও দাদা আবার কারও নানা হিসেবে পরিচিত। আইরিনের বাবা নজরুল ইসলাম এ বিয়েতে রাজি না। তিনি জোর করে অন্য জায়গায় বিয়ে দেবেন এই ভয়ে শরিফুল ইসলামকে বিয়ে করেন আইরিন।
কনে আইরিন আক্তার বলেন, বিগত কয়েক বছর ধরে বন্ধুর মতো সব সময় পাশে ছিলেন শরিফুল। বিয়েতে আইরিনের বাবা রাজি ছিলের না। তাই ভাই ও মা এসে বিয়ে দেন। বৃদ্ধ শরিফুল ইসলাম বলেন, আইরিন ছোট থেকেই অনেক মেধাবী। সে আমাকে হুট করে বিয়ে করবে আমি ভাবতেই অবাক হয়েছি। আমি কয়েক দিন তাকে বুঝার সময় দিয়েছি। কিন্তু সে কোনোভাবেই মানেনি, আমাকেই সে বিয়ে করবে। তাই আমিও বিয়েতে রাজি হয়েছি।
এস এইচ/
Discussion about this post