চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ৬ মাসের জন্য নৌবাহিনীকে দেওয়ার সুপারিশ করেছে সরকার। নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, স্থায়ী অপারেটর নিয়োগের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তবে এনসিটি পরিচালনায় আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিদেশি সংস্থার সঙ্গে টার্মিনাল পরিচালনা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না। বিশ্বের অনেক বন্দরই বিদেশি সংস্থা পরিচালনা করে। তাই এ নিয়ে অহেতুক উদ্বেগের কারণ নেই।
এম এইচ/
Discussion about this post