ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও, কেউই তা দেয়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সব কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন, যার মধ্যে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার অন্তর্ভুক্ত ছিল।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ৩ জানুয়ারি প্রতিবেদন জমা দেবে। দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন ৭ জানুয়ারি প্রতিবেদন জমা দেবে। পুলিশ প্রশাসন কমিশন ১৫ জানুয়ারি এবং বিচার বিভাগ ও জনপ্রশাসন কমিশন কিছুদিন পরে তাদের প্রস্তাব জমা দেবে।
এ ইউ/
Discussion about this post