স্বামীর মৃত্যুর ৭ ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
শনিবার দিবাগত রাত ৩.৩০ মিনিটে বার্ধ্যকজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আজগর আলী (১০০)। রবিবার (২৪ মার্চ) তাকে গোসল করানোর পরেই, স্ত্রী জহুরা বেগম (৮০) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে স্টোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মরহুম আজগর আলীর নাতি মো. জূয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়েই চিকিৎসা করানো হয়েছে। দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
বাদ যোহর জানাজা নামাজ শেষে, তাদেরকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
টিবি
Discussion about this post