পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এর আগে তাকে আমন্ত্রণ জানান ভারতের হাইকমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।
দিল্লি সফরে আলোচনায় কোনো বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনও রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকৃত পক্ষে গবেষণা না করে প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি কারও পক্ষে কাজ করবে না এমনটা আশা করছি।
তিনি বলেন, নির্বাচন কমিশন এবার যেমন বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে, অতিতের কোন কমিশন করেনি। নির্বাচনে আসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যখন রিপোর্ট হয় উদ্দেশ্য প্রণোদিত, তখন তা রাষ্ট্রের কোন কাজে আসেনা।
এফএস/
Discussion about this post