৮০ কেজি মাদকসহ ৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছ দেশটির রয়্যাল ওমান পুলিশ। গেপ্তারকৃতরা এশীয় নাগরিক।
তবে তারা কে কোন দেশের সে বিষয়ে বিস্তারিত জানা জায়নি। তবে, তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারির সাথে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ কেজি ক্রিস্টাল মেথ এবং ৩০ কেজি হাশিশ বা গাজার নির্যাস উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নৌকায় করে মাদক পাচার করছিল চোরাকারবারীরা। এসময় দক্ষিণ আল বাতিনার কোস্ট গার্ড পুলিশ ৩ এশীয় প্রবাসীকে আটক করে। জব্দ করে তাদের পাচারকাজে ব্যবহৃত ওই নৌকাটিও।
পুলিশ আরও জানায়, তারা অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই বিপুল পরিমাণ ক্ষতিকর ক্রিস্টাল মেথ বিক্রির উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করছিলেন।
ওমানের ভোক্তা আইনে তামাকজাত পণ্যে, সবধরনের মাদক সরবরাহ ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে মাথায় রেখে নিয়মিত ওমানের বিভিন্ন যায়গায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। সবধরণের মাদক পণ্য পরিবহন, বিক্রি ও ক্রয় বন্ধই এই অভিযানের উদ্দেশ্য।
গেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে ওমান পুলিশ।
Discussion about this post