গোপালগঞ্জের কাশিয়ানীতে নয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মহেশপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। এরইমধ্যে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এক মাস আগে প্রতিবেশী বুলবুল মোল্যা ওই শিশুকে নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনাটি সে পরিবারের সদস্যদের জানালে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। বৃহস্পতিবার বিকালে পুনরায় ওই শিশুকে বিড়াল দেখানোর কথা বলে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালান বুলবুল।
এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা বুলবুলকে ধরে গণপিটুনি দেন।
যদিও অভিযুক্ত বুলবুল মোল্লার দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়েছে।
আজ শনিবার (১ মার্চ) গণপিটুনির বিষয় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ/
Discussion about this post