সদ্য সমাপ্ত মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন ক্লডিয়া শিনবাউম। তিনিই মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সোমবার (৩ জুন) প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সোমবার সকালে ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের (এনইআই) প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। আগামী ১ অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বিজয়ী ভাষণে তিনি কেন এবারের নির্বাচনটি আগের নির্বাচনগুলো থেকে আলাদা তাও তুলে ধরেছেন। তিনি উচ্ছ্বসিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘মেক্সিকান প্রজাতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে প্রথমবারেরমতো আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছি। এটি শুধু আমার অর্জন না। বরং মেক্সিকোর সব নারীর জন্যই এটি একটি অর্জন।’
তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরে জোকালোতে জয় উদযাপন করছে। সেখানে তাদের ‘ক্লডিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার হাতে রাখতেও দেখা যায়।
এস এম
Discussion about this post