বলিউডের জনপ্রিয় নায়ক অর্জুন রামপাল। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তাই তো ১৪ বছর পর আবারও তিনি ঢাকায় এসেছেন বলিউডপ্রেমীদের টানে।অংশ নিলেন একটি ফ্যাশন শোতে। জমকালো রাতের আসরে শো-স্টপার ছিলেন অভিনেতা।
একটি বাজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নেয়ার আমন্ত্রণে শুক্রবার ঢাকায় আসেন অর্জুন। এর মাধ্যমে প্রায় ১৪ বছর পরে ঢাকার মাটিতে পা রাখলেন তিনি। এর আগে ২০১০ সালে তিনি একটি কনসার্টে অংশ নিতে ঢাকা এসেছিলেন। সেসময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জিও।
দ্বিতীয়বার ঢাকায় আসার আগে ভক্তদের ভিডিও বার্তায় ঢাকা সফরের খবর জানান অর্জুন।
তিনি বলেন,
”হাই ঢাকা, আমি অর্জুন রামপাল, যারা আমাকে চিনেন না; আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।”
কথামতো রাতে বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি। দায়িত্ব পালন করেন শো স্টপারের।
অভিনেতা পরেছিলেন নীল টপস, কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোট। ফ্যাশন শোতে অংশ নেয়া অন্য মডেলরা এদিন হাজির হয়েছিলেন অভিনব পোশাকে।
ঢাকার এ বিশেষ মুহূর্তকে স্মরণীয় বলে মনে করেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।
এস আর/
Discussion about this post