জার্মান আওয়ামী লীগের এনআরডব্লিউ প্রদেশ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
৩ সেপ্টেম্বর জার্মানির ১৬টি প্রদেশের এনআরডব্লিউয়ের কোলন শহরের একটি হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
জার্মানির বেশিরভাগ শহরের নেতাকর্মীদের উপস্থিতিতে জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এবং প্রধান অতিথি মিজানুর হক খান ও মোবারক আলী ভূঁইয়া নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, এনআরডব্লিউ আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন, সিনিয়র সহসভাপতি নূর জাহান খান নূরী ও প্রফেসর শরিফুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাহাবউদ্দিন, এনআরডব্লিউ প্রদেশে বাংলাদেশের অনারারি কাউন্সিলর হাসনাত মিয়া।
সম্মেলনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান কামাল, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবরা খানসহ বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি রুবেল ও মুরাদ ব্যাপারী, সেলিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেনসহ আরও অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
Discussion about this post