ওমান থেকে দেশে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন এক প্রবাসী গৃহকর্মী। ফেসবুকে আল-আমিন নামক এক ব্যক্তির স্ট্যাটাস অনুযায়ী তাকে সনাক্ত করা হয়। প্রবাস ফেরত এই গৃহকর্মীর নাম খালেদা বেগম। খালেদাকে পুনর্বাসনের উদ্যোগ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৭টায় এয়ারএরাবিয়া বিমান যোগে ওমান থেকে মানসিক ভারসাম্যহীন খালেদা বেগম নামের গৃহকর্মী ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন। ভুক্তভোগী খালেদা দেশে ফিরলে বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে নিয়ে যায়, প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার প্রদান করা হয় ভুক্তভোগীকে। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ভুক্তভোগীর পরিবার খুঁজে তাকে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার আশকোনায় পাঠান। প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক যৌথ উদ্দ্যোগে খালেদার পরিবার খুঁজে তাকে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। খালেদা বেগম বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় অবস্থান করছেন। তাকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রিক্রুটিং এজেন্সি এ্যরাবিয়ান গাল্ফ এসোসিয়েট গৃহকর্মী হিসাবে ওমানে পাঠান। মানসিকভাবে অসুস্থ খালেদা বেগমের পরিবারে সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। কোন উপায়ন্তর না পাওয়ায় ভুক্তভোগীর পরিবার পেতে ছবি দেওয়া হলো।
ট্রাভেল পাসে দেওয়া তথ্য অনুযায়ী ভুক্তভোগীর তথ্য-
নাম: খালেদা বেগম
পিতা: মনফরউল্লা
মাতা: তাহমিনা বেগম
গ্রাম: শায়েস্তাগঞ্জ
থানা: শায়েস্তাগঞ্জ
জেলা: হবিগঞ্জ।
এ জেড কে/
Discussion about this post