ক্ষুদ্র ঋণ ও ক্রেডিট কার্ড-এ দুই খাতে রিটার্ন জমা দেয়ার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা তুলে নেয়ার দাবি জানিয়েছে ব্যাংকারদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ব্যাংকারদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। রোববার থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত হওয়া প্রাক বাজেট আলোচনায় ব্যাংকারদের সঙ্গে এনবিআরের মতবিনিময় সভায় এসব দাবি তোলে এবিবি।
এ বিষয়ে এবিবির চেয়ারম্যান সেলিম রেজা ফরহাদ বলেন, নিঃসন্দেহে রিটার্ন জমার প্রমাণপত্র দাখিল একটি ভালো সিদ্ধান্ত। তবে কিছু ক্ষেত্রে এটি সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে, যারা ক্ষুদ্র ঋণ নেন বা কম সীমার ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের জন্য এ বাধ্যবাধকতা ব্যাংকিং সেবা পেতে কষ্টসাধ্য কারণ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে পুরো সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত।
এনবিআরের কাছে এবিবির দাবি প্রসঙ্গে ফরহাদ বলেন, ৫০ লাখ টাকার মতো ক্ষুদ্র ঋণ ও ৫ লাখ টাকার মতো ক্রেডিট সীমার কার্ডের আওতার ক্ষেত্রে এ প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা তুলে দেয়া উচিত।
ক্ষুদ্র ও মাঝারি আকারের এসব ঋণের ক্ষেত্রে রিটার্ন প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা থাকলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ব্যাংক বহির্ভূত খাতের কাছে ঋণের জন্য দ্বারস্থ হবে। এতে করে একদিকে ঋণ প্রত্যাশী যেমনি ক্ষতির সম্মুখীন হতে পারে, একইভাবে ব্যাংক খাতও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এবিবি চেয়ারম্যান।
এবিবির দাবিকে এনবিআর কীভাবে নিয়েছে জানতে চাইলে ফরহাদ বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। এনবিআর আমাদের কথা শুনেছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আশার পর বোঝা যাবে এনবিআর আমাদের দাবিকে কতটা গুরুত্ব দিয়েছে।’
এফএস/
Discussion about this post