জাকির হোসেন সুমন, ব্যুরো প্রধান ইউরোপ
অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA) আয়োজিত দূতাবাসের স্হায়ী মিশনে “অমর একুশে কাপ ২০২৪” এর ট্রফি উম্মোচন করেন মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বাংলাদেশ দূতাবাসে এই আকর্ষণীয় অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন দূতাবাস এবং স্থায়ী মিশনের কাউন্সেলর তানভীর আহমেদ তরফদার। টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করে এক সংক্ষিপ্ত বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বলেন, আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আশা করেন,বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া আয়োজিত এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে।
অনুষ্ঠানে আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জায়েদ বিন শহীদ। উল্লেখ্য যে আগামী ১০ই ফেব্রুয়ারি শনিবার ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টটি। এই অনাড়ম্ভর ট্রফি উম্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিনিধিগণ ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ এস/
Discussion about this post