মেট্রোরেল চলাচলে হঠাৎ বিঘ্ন ঘটেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে।
মিরপুর-১১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যাত্রী নাজমুস সাকিব জানান, আগারগাঁওয়ে ১২ থেকে ১৪ মিনিট, ফার্মগেটে ৫ মিনিট অপেক্ষার পর কাওরানবাজারেও ১২ মিনিট ট্রেনটি থেমে থাকে। একপর্যায়ে তিনি বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।
এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রোরেল। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়।
এ ঘটনায় মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
এ জেড কে/
Discussion about this post