ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শ্বাসকষ্ট দেখা দিলে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার গাজীপুরে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং করেছেন। সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পরই অসুস্থবোধ করেন অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার রাতে অভিনেত্রীর নাতি ফারদিন আজিম বলেন, আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অভিনেত্রীর পরিবার থেকে বলা হয়, গতরাতে তাকে হাসপাতালে আনার পর সারা রাত সিসিইউতে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে সেখান থেকে কেবিনে আনা হয়েছে। সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ৫০টিরও বেশি ফোক ঘরানার সিনেমা।
১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমার জন্য অল্প সময়ের মধ্যে খ্যাতি লাভ করেন সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার প্রকৃত নাম তন্দ্রা মজুমদার। তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার তন্দ্রা মজুমদার নামকে সুজাতা রাখেন নির্মাতা সালাহউদ্দিন। ১৯৬৩ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সুজাতার। ১৯৮৯ সাল পর্যন্ত অনেক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। যদিও মাঝে একযুগ পর্দা থেকে দূরে ছিলেন তিনি।
সুজাতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’।
এ এস/
Discussion about this post