মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, চিলিতে ‘ভেরি লার্জ’ টেলিস্কোপের সাহায্যে তারা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুর সন্ধান পেয়েছেন। ন্যাচার অ্যাস্ট্রনমি জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে এই তথ্য উঠে এসেছে।
উজ্জ্বলতম এই বস্তুর নাম দেওয়া হয়েছে কাজার। এতে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ কোটি বেশি ভরের একটি কৃষ্ণগহ্বরও আছে।
গবেষকরা বলছেন, এই কৃষ্ণগহ্বর আমাদের সূর্যের মতো নক্ষত্রকে প্রতিদিনই গ্রাস করছে। এর আনুষ্ঠানিক নাম ‘জেজিরোফাইভটুনাইন-ফোরথ্রিফাইভওয়ান’। বিজ্ঞানীরা একে কাজার নামে ডাকছেন। বেশ কয়েক বছর আগেই এটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন গবেষণার পর সম্প্রতি এর বিস্তারিত জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিজ্ঞানীরা তাদের ২ দশমিক ৩ মিটার টেলিস্কোপ ব্যবহার করে প্রথম এই কোয়েসারের সন্ধান পান। তারা বিশ্ববিদ্যালয়টির সাইডিং স্প্রিং অবজারভেটরি পর্যবেক্ষণাগার থেকে এই টেলিস্কোপ ব্যবহার করেন। পরে তারা ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) ‘ভেরি লার্জ’ টেলিস্কোপের সাহায্যে কোয়েসারটির বিষয়ে নিশ্চিত হন।
এ জেড কে/
Discussion about this post