ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দূতাবাসের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের রাষ্ট্রদূত একেএম শাহিদুল করিমের সভাপতিত্বে এবং দূতাবাসের সচিব মেহেবুব জামানের পরিচালনায় আলোচনায় অংশ নেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টারমণ্ডলীর প্রধান বাবু সুভাষ ঘোষ, ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম টিটু, সহসভাপতি কাজী আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক রুমেল মিয়া সোহাগ, আওয়ামী লীগের সদস্য রকিব উদ্দিন, রাফি আর রহমান খানসহ ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা ও বিপুল প্রবাসী বাংলাদেশি।
রাষ্ট্রদূত একেএম শহিদুল করিম বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেনি একইসঙ্গে আত্মসচেতনতা সমৃদ্ধ জাতীয় জাগরণের অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে তথা বাংলাদেশ গঠনে বাংলা ভাষা ও সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একুশের পথ ধরেই বাঙালি জাতি নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা ছিনিয়ে আনে। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে চিরপ্রেরণার প্রতীক। একইসঙ্গে বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের বাঁচার দাবির সংগ্রামে দুর্জয় অনুপ্রেরণার উৎস একুশে ফেব্রুয়ারি।
২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা উল্লেখ করেন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে সাফল্যের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
এ এস/
Discussion about this post