তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে জয় পায় অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচে কিউইদের ৭২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৫ বলে ১৭৪ রানে অলআউট হয় সফরকারীরা। দলের ট্রাভিস হেড করে সর্বোচ্চ ২২ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে ৪টি উইকেট নেন লকি ফার্গুসন।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। এরপর জস ক্লার্কসনকে সঙ্গে নিয়ে চাপা সামাল দেওয়ার চেষ্টা করেন গ্লেন ফিলিপস। তবে দলীয় ৭৪ রানে আরও দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। দলীয় ৮৩ রানে ৩৫ বলে ৪২ রান করে আউট হন ফিলিপস। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা নেন ৪টি উইকেট।
এ এস/
Discussion about this post