“ঠকবো না আর ঠেকাও পাচার” এই স্লোগানকে সামনে রেখে মানবপাচার বিরোধী প্রচারনায় কাজ করছেন দেশের সবচেয়ে বড় মানবপাচারের শিকার সারভাইভারদের নেটওয়ার্ক “অনির্বাণ সারভাইভার ভয়েস”।
গত ২২ ফেব্রুয়ারী ছিল এই সেচ্ছোসেবী প্রতিষ্ঠানের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের ১০টি জেলা ঢাকা, কক্সবাজার, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট ও বরিশাল জেলাতে ২৫০ সারভাইভার মিলে সমন্বয়ের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে কার্যক্রম পরিচালনা।
নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য প্রদান, সারভাইভারদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ বিভিন্ন ধরনের কার্যক্রম, সারভাইভারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা, সিটিসি কমিটিকে সক্রিয় করার জন্য কাজ করা, সারভাইভারদের চাকুরীর কোটা সৃষ্টির জন্য স্থানীয় পর্যায়ে এ্যাডভোকেসি করা, আইনী সহায়তার জন্য আইনী সেবাপ্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া।
সারভাইভারদের সমাজে/পরিবারে তা সম্মানের সাথে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা, সারভাইভারদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, বিদেশে আটকে থাকা সারভাইভারদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করা, পূণরায় যাতে সারভাইভার ভিকটিম না হয় সে জন্য ফলোআপ করা, সারভাইভারদের চিকিৎসা প্রাপ্তিতে কাজ করা।
সারভাইভারদের কর্মসংস্থানের জন্য কাজ করা, জনসাধারনের মাঝে নিরাপদ অভিবাসনের তথ্য প্রদান করাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, সংশ্লিষ্ট সরকারী দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানবপাচার বন্ধে উইনরক ইন্টারন্যাশনাল এর এফএসটিআইপি অ্যাকটিভিটির কারিগরি সহযোগীতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন অনির্বাণ সারভাইভার ভয়েস।
এ এস/
Discussion about this post