জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বিদেশগামীদের এখন আর জমি বিক্রি করতে হয় না। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে খুব সহজে ঋণ নিয়ে আগ্রহীরা বিদেশ যেতে পারেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে মেহেরপুর-১ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতি অনুষ্ঠানের আয়োজন করে।
ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় নাজমুল হক সাগর এমপি বলেন, আমাদের মেহেরপুর জেলার সব চেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার। কিভাবে এই সমস্যা সমাধান করা যায় সেটা নিয়ে আমরা এক সাথে কাজ করতে চাই।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত মেহেরপুরের নানা শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ এস/
Discussion about this post