৬ মাস পর কাতার থেকে দেশের উদ্দেশ্য রওনা হন মো. দুলাল নামের এক প্রবাসী বাংলাদেশি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকঠাক পোঁছান তিনি। এরপর থেকে তার আর সন্ধান মিলছে না। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামে।
নিখোঁজ দুলালের ভাই বেলায়েত হোসেন সুমন প্রবাস খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ মাস আগে তার ভাই কাতারে গিয়েছিলেন কাজের সন্ধানে। সেখানে আমার চাচার হোটেলে কাজ করতো। কাজ পছন্দ না হওয়ার কারণে সে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আমরা পারিবারিকভাবে তাকে অনেকবার ফিরে না আসার জন্য বলেছিলাম, কিন্তু সে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে। পরে পারিবারিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
সুমন বলেন, আমার চাচা বিমানের টিকিট কেটে দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। শনিবার সকালে বাংলাদেশে আসার পর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তার সাথে কারও শত্রুতা ছিলো কি না জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে এমন কিছু নেই। আর সে কাতার থেকে তেমন কোনো দামি জিনিসও নিয়ে আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুলাইমান প্রবাস খবরকে জানান, আপাতত তাদের কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই। তবে ভুক্তভোগী কাতার থেকে ঢাকার বিমানবন্দরে নেমেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছে।
এ এস/
Discussion about this post