পবিত্র রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা না দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটি আল-আকসার সঙ্গে সম্পর্কিত, আমরা অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি।’ খবর আল আরাবিয়া
এর আগে ইসরায়েলের এক মন্ত্রী এই মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়তে বাধা দেয়ার প্রস্তাব করেছিলেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এ সময় আল-আকসা মসজিদে প্রার্থনার কাজ কীভাবে পরিচালনা করা হবে, বর্তমানে তা মূল্যায়ন করছে ইসরায়েল।
এদিকে, রমজান মাস উপলক্ষে আল-আকসা নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের প্রথম দিনে আল-আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের প্রবেশের ওপর ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি এ আহ্বান জানান।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
এ এস/
Discussion about this post