হজ যাত্রীদের জন্য ১৮০০ ভবনের লাইসেন্স দিয়েছে সৌদি সরকার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। মুসলিম তীর্থযাত্রীদের আবাসনের দায়িত্বে থাকা কমিটি এই অনুমোদন দিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী অনুমোদন পাওয়া ভবনগুলো প্রায় ১২ লাখ তীর্থযাত্রীকে জায়গা দিতে পারবে।
সম্প্রতি মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল লাইসেন্স দেওয়ার জন্য ভবনগুলির জমির মালিকদের কাছ থেকে আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে মক্কায় তীর্থযাত্রীদের জন্য ভবনের সংখ্যা শেষ পর্যন্ত ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।
গত বছর সারাবিশ্বের প্রায় ২০ লাখ মানুষ হজ পালনের জন্য মক্কায় অবস্থান করেছেন। আসন্ন হজ্জকে উদ্যেশ্যে করে সৌদি সরকার নতুন নিয়ম জারি করেছে। হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছেনম, নতুন নিয়ম অনুযায়ী এবার নতুন তীর্থযাত্রীদের সৌদির পবিত্র স্থানগুলিতে স্থান বরাদ্দ দেওয়া হবে না।
তিনি জানান, চুক্তি চূড়ান্ত করার উপর নির্ভর করে বিভিন্ন দেশের জন্য স্থান মনোনীত করা হবে।
এ এস/
Discussion about this post