সন্তানের বিয়েকে ঘিরে আবারও আলোচনায় বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ কত তা জানতে আগ্রহের শেষ নেই মানুষের। মার্কিন সাময়িকি ফোর্বসের তথ্য বলছে, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ভারতীয় এই ধনকুবেরের স্থান ৯ নম্বরে। তার মোট সম্পদের পরিমান দেখানো হয়েছে ১১৭ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায়- প্রায় ১৩ লাখ কোটি টাকার। তার সমান এতো পরিমাণ সম্পদ ভারতে আর কারও নেই।
তথ্য বলছে, তার হাতে যে পরিমাণ সম্পদ আছে তা দিয়ে নিমিষেই, আফগানিস্তান, নেপাল, ভুটান, জিম্বাবুয়ে, সাইপ্রাস, মালি, লাওসের মতো দেশ কিনে ফেলা যাবে। ২০১৯ সালের এক তালিকায় দেখা যায়, মুকেশ আম্বানির একারই যা সম্পদ রয়েছে সেই অর্থ বিশ্বের অন্তত ১৯ দেশের কাছে নেই। এছাড়া সম্প্রতি একটি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যায় জিম্বাবুয়ে, আইসল্যান্ড এবং মরিশাসের মোট সম্পদ যোগ করে যা হয় তার চেয়ে বেশি সম্পদ আছে মুকেশ আম্বানির হাতেই।
বর্তমানে এশিয়ার শীর্ষ ৫০ ধনী পরিবারের তালিকায় এক নম্বরে রয়েছে আম্বানি পরিবার। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার ধনী পরিবারের তালিকায় শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন বহুজাতিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আরও কিছু কোম্পানির মালিক আম্বানি পরিবার।
মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড থেকে এমবিএ করেন আম্বানি। ১৯৮০ সালে পড়াশোনা শেষ করার পর বাবা তাকে দেশে ফিরতে বলেন এবং একটি পলেস্টার কারখানার দায়িত্ব দেন। মুকেশ তার বাবার কোম্পানিতে সুতা উৎপাদনের ব্যবসার হাল ধরেন। ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এ ব্যবসাকে সম্প্রসারণ করেন। এরপর রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, টেলিকমিউনিকেশন, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ইত্যাদি ব্যবসায় নিজেদের আধিপত্য বাড়াতে থাকেন।
এস আর/
Discussion about this post