সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাঁচামরার এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টির দলই থাকছে। অন্যদিকে ম্যাচ জেতার পরও একটি পরিবর্তন করেছে শ্রীলঙ্কা। আকিলা ধনঞ্জয়ার বদলে এসেছেন দিলশান মাদুশঙ্কা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা।
এ এস/
Discussion about this post