আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (৮ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।
এক্সে দেয়া পোস্টে মোদি লিখেছেন, ‘আজ, নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি সারা দেশে লাখ লাখ পরিবারের আর্থিক টানাপোড়েন লাঘব করবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে তা উপকৃত করবে।’
তিনি বলেন, রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করার মাধ্যমে পরিবারগুলোকে সহায়তা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ভারতের প্রধানমন্ত্রীর মতে, এটি (গ্যাসের দাম কমানো) নারীর ক্ষমতায়ন এবং তাদের সহজ জীবনযাপন নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের কৃতিত্বের প্রশংসা করে মোদি বলেন, আমাদের সরকার শিক্ষা, উদ্যোক্তা, কৃষি, প্রযুক্তি এবং আরও অনেক কিছু উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এটি গত দশকে সরকারের সাফল্যেও প্রতিফলিত হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, দিল্লিতে ১৪.২ কেজি একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯০০ রুপি।
এফএস/
Discussion about this post