অবশেষে প্রেমিকা এলেনা জুকোভার সঙ্গে বাগ্দান সেরেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক। তার কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
গেল কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী এলেনা জুকোভার (৬৭) সঙ্গে প্রেম করছেন ৯২ বছর বয়সী রুপার্ট মারডক। ধারণা করা হয়, গত বছরের এপ্রিলে অ্যান লেসলি স্মিথের সঙ্গে অস্ট্রেলীয় বংশোদ্ভূত মারডকের বাগ্দান ভেঙে যাওয়ার পরপরই জুকোভার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছর ক্যালিফোর্নিয়াতে মোরাগা ভিনিয়ার্ডে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। এটি মারডকের পঞ্চম বিয়ে। তবে বাগ্দানের হিসেবে এটি ষষ্ঠ। কারণ, এর আগে অ্যান লেসলি স্মিথ নামের এক প্রেমিকার সঙ্গে তার বাগ্দান হলেও, সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি।
এদিকে, মারডকের বাগ্দত্তা জুকোভারও এর আগে বিয়ে হয়েছিল। রাশিয়ার তেল ব্যবসায়ী আলেক্সান্ডার জুকোভ তার সাবেক স্বামী।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী জুনে এলেনা-মারডকের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক অ্যানা মান, চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে বিয়ে হয় রুপার্ট মারডকের।
উল্লেখ্য, নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারডক ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৯ সালে তিনি যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও দ্য সান নামের সংবাদপত্র দুটি কেনেন।
পরে নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদ প্রতিষ্ঠান কিনে নেন মারডক। ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকপ্রিয় চ্যানেল।
সূত্র: বিবিসি
এফএস/
Discussion about this post