বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শুক্রবার(১৭ নভেম্বর) সকালে কিছুটা বাড়ে বৃষ্টির তীব্রতা। রাজধানী ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলেও দিনভর দেখা মিলেছে বৃষ্টির। দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার(১৬ নভেম্বর) থেকেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।
শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ ৫১টি স্থানে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম
মিধিলির প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই উপজেলায় গাছ পড়ে তিন বছর বয়সী এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল
টাঙ্গাইলে মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে রাজ্জাকি মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কেটেছে ভোলার ২০ লাখ মানুষের। এর মধ্যে চরাঞ্চলের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছে এক জেলে। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপ জেলাটি। বিদ্যুৎ আর নেটওয়ার্ক বিচ্ছিন্ন জেলাবাসী।

পটুয়াখালী
মিধিলির প্রভাবে কলাপাড়ায় সারাদিন টানা বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যায়। উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ আতঙ্ক সৃষ্টি করে জনমনে। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর কলাপাড়ার কাছাকাছি দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় এলাকার গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নোয়াখালী
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ নোয়াখালীর উপকূল অতিক্রম করেছে; তবে চলে গেলেও উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেছে এই ঝড়।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, মিধিলি শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাওয়ায় শনিবার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে মিধিলির প্রভাবে দু-একদিন তাপমাত্রা কিছুটা কম থাকবে।
Discussion about this post