বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী মেয়েরা।
সোমবার বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইকে বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর তাদের বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
এদিকে সাফজয়ী চ্যাম্পিয়নদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকল ফুটবলারকে ডেকে সাক্ষাৎ করবেন। সোমবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং শিক্ষার্থী ও গবেষকদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘১৬’র নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদেরকে ডাকব। প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করব।’
এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।
এ এস/
Discussion about this post