ভিসা ছাড়া কিছু দেশে পাড়ি দেওয়া গেলে পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়ার কথা চিন্তাও করা যায় না। কিন্তু এখন থেকে সেই পাসপোর্ট না থকলেও সমস্যা নেই, যাওয়া যাবে বিদেশ। বিষয়টি অনেকের কাছে অসম্ভব মনে হলেও তা সম্ভব করেছে সৌদি আরব। পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে মরুময় দেশটিতে! মূলত দর্শনার্থীদের জন্য এমন সুযোগ করে দিচ্ছে বাদশা সালমান প্রশাসন। এরই মধ্য তারা ডিজিটাল নথি তৈরি করে ফেলেছে। এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।
প্রতিবেদনে বলা হয়েছে, লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবে আগত দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথির বিষয়টি প্রদর্শন করে। এতে বলা হয়, সৌদি নাগরিক, দেশটিতে বসবাসরত স্থায়ী বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য এই সুযোগ থাকছে।
মূলত পরিষেবাটির লক্ষ্য হলো একটি ইউনিফাইড নম্বর দেয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করা। এর ফলে অরিরিক্ত ভীড়, নিরাপত্তা ব্যবস্থা-কোন কিছুরই প্রয়োজন পড়বে না। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করার সুযোগ পাবেন। এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন তার সবই সয়ংক্রিয় ভাবে দেখা যাবে। ফলে কোনো কাগুজে পাসপোর্টের প্রয়োজন হবে না।
মূলত, বাদশা সালমান পুত্র- যুবরাজ মোহাম্মাদের হাত ধরে বদলে যাওয়া এক সৌদি আরব দেখছে বিশ্ব। তাদের ভিশন ২০৩০ বাস্তবায়নে এমন কোন উদ্যোগ নেই যা তারা নিচ্ছে না। বিশেষ করে ঢেলে সাজানো হচ্ছে সৌদির পর্যটন খাত। বাদশা সালমান প্রশাসন চায়, পেট্রো ডলারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে অন্য খাতগুলো থেকে আয়ের উৎস্য বের করতে। এ জন্যই টার্গেট নেওয়া হয়েছে বিদেশি পর্যটকদের ঘিরে।
এস আর/
Discussion about this post