আমেরিকায় এক বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হানিফ (৫০)। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিজের দোকানে লুটপাটে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
প্রিন্স জর্জ কাউন্টি পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার মেরিল্যান্ডের ক্যাপিটল হাইটসে লার্চমন্ট এভিনিউয়ে নিজের ‘কনভেনিয়েন্স স্টোরে’ হামলার শিকার হন হানিফ। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারের বাসিন্দা মোহাম্মদ হানিফ ১৯৯৯ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বসতি গড়েন ভার্জিনিয়ার অ্যানান্ডেলে।
প্রথমে ফাস্টফুডের দোকান ‘সাবওয়েতে’ কাজ করতেন। সেটি ছেড়ে বছর দেড়েক আগে ‘কনভেনিয়েন্স স্টোর’ কিনে নেন। কম্যুনিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত স্টোরে ঢুকে সিগারেটসহ বিভিন্ন মালামাল জোর করে নেওয়ার চেষ্টা করলে হানিফ বাধা দেন। সে সময় তাকে ছুরি মেরে মালামাল নিয়ে সাইকেলে করে পালিয়ে যায় হামলাকারী।
গুরুতর আহতাবস্থায় টহল পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ হানিফ। এদিকে স্টোরের সার্ভেইলেন্স ভিডিও পরীক্ষা করে পুলিশ হত্যাকারীর ছবি প্রকাশ করেছে।
হানিফের মেয়ে ফাতেমা রাইসা বলেন, “আমার বাবা ছিলেন হৃদয়বান মানুষ। পরিবারের জন্যে কঠোর শ্রম দিয়েছেন। তার মত একজন মানুষকে কেন নির্দয় আচরণের ভিকটিম হতো হল?” তিনি হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে মঙ্গলবার পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ এস/
Discussion about this post