নেপালে কুড়িয়ে পাওয়া এক লাখ ডলার ও পাসপোর্টসহ ব্যাগ ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্ত ভূষণ বড়ুয়া নামের এক বাংলাদেশি নাগরিক। সততার অনন্য নজির দেখিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সুপ্ত ভূষণ বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।
গত বুধবার আনুমানিক সকাল ১০টার দিকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ছোট্ট একটি ব্যাগ কুড়িয়ে পান সুপ্ত ভূষণ বড়ুয়া। তখন তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপাল সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ছিল। তাৎক্ষণিকভাবে কুড়িয়ে পাওয়া সেই ব্যাগটি নিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে যান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই কর্তাব্যক্তি। তার কাছ থেকে ডলারসহ ব্যাগটি বুঝে পেয়ে প্রকৃত মালিকের কাছে সেটি হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
ব্যাগ হারানো ওই ব্যক্তি হংকংয়ের নাগরিক বলে জানা গেছে। হারিয়ে যাওয়া ওই ব্যাগে এক লাখ ডলার এবং পাসপোর্ট ছিল বলে নিশ্চিত করেছেন হংকংকের ওই নাগরিক।
ডলার ও পাসপোর্টসহ ব্যাগটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ সুপ্ত ভূষণ বড়ুয়াকে ১০ হাজার ডলার উপহার দিতে চেয়েছিলেন ব্যাগের মালিক। কিন্তু বিনয়ের সঙ্গে এই উপহার ফিরিয়ে দিয়েছেন সুপ্ত ভূষণ বড়ুয়া। বলেছেন, তাকে উপহার দিতে চাওয়া এই অর্থও যেনো বৌদ্ধ ধর্মের কল্যাণে ব্যয় হয়।
সেদিন কোটি টাকা ফিরিয়ে দিয়ে এখন দেশ-বিদেশের কোটি মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছেন সুপ্ত ভূষণ বড়ুয়া। মানুষের সহজাত লোভকে সংবরণ করে নিজেকে মহান প্রমাণ করেছেন তিনি। সেই সঙ্গে মহিমান্বিত করেছেন মনুষ্য সত্ত্বাকেও।
Discussion about this post