প্রবাসীদের বিমানের টিকিটে ছাড় দেওয়ার কথা বলে ভুয়া টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এমন এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার পর প্রশ্ন উঠেছে কারা এই চক্রকে প্রতারণা করতে সহয়তা করছে। বিমানের টিকিট নিয়ে যেন যাত্রীরা বিড়ম্বনায় না পড়েন এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। রবিবার (১৭ মার্চ) সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ’র সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকিট ক্রয়ে প্রলুদ্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য আটাবের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু প্রতারক চক্র ট্রাভেল এজেন্সির নামে বিভিন্ন সময়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়াসহ ওয়েবসাইটে ১৫% থেকে ২০% মূল্য ছাড়ে এয়ার টিকিট বিক্রয়ের নামে ক্রেতাদের প্রলুদ্ধ করছে। প্রকৃতপক্ষে কোনো এয়ারলাইন্স কোন সময়েই ১৫% থেকে ২০% ছাড় বা কমিশন দেয় না।
এ ছাড়াও কিছু কিছু এজেন্সি ব্যালেন্স টপ-আপে ক্যাশব্যাক অফারের মাধ্যমে বি টু বি ও বি টু সি দের নিকট বিক্রয়ের নামে অগ্রীম অর্থ হাতিয়ে নিচ্ছে কিন্তু কোনো এয়ারলাইন্স টপ-আপ ও ক্যাশব্যাক এ ধরনের কোনো প্রচলন নাই। ফলে সকল অপচর্চা এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীদের জন্য হুমকিস্বরূপ। এ ধরণের লোভনীয় মূল্য ছাড়ের বিজ্ঞাপন সমূহ সম্পূর্ণ অযোক্তিক ও হীন উদ্যেশ্যে প্রণোদিত। কোন কোন ক্ষেত্রে এরা কম মুল্যের লোভনীয় টিকিট ও ভ্রমণ প্যাকেজ বিক্রয়ের ফাঁদে ফেলে ভ্রমণপিপাসু যাত্রী সাধারণ, প্রবাসী ও এজেন্টসদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।
হাল্ট্রিপ (ওটিও) ২৪ টিকেট ডটকম (ওটিএ), লেটস ফ্লাই নামে ট্রাভেলস এজেন্সিগুলো যাত্রী সাধারণের বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে। অতএব, যাত্রী সাধারণ, এজেন্সি ও সংশ্লিষ্ট সকলকে এয়ার টিকেট, ভ্রমণ প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে পূর্ণ সতর্কতা অবলম্বন করাসহ আকর্ষণীয় মূল্যছাড়ে ও লোভনীয় প্যাকেজ এর ফাঁদে না পা দিয়ে প্রতিষ্ঠিত, বৈধ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সদের নিকট উপযুক্ত মূল্য যাচাইপূর্বক প্রয়োজনীয় সেবা গ্রহণের অনুরোধ করা হলো।
এ এস/
Discussion about this post