গত ২৪ ঘণ্টায় তাইওয়ানের আশপাশে অন্তত ৩২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়। এ বছরের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।
এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির চারপাশে পাঁচটি যুদ্ধ জাহাজ শনাক্তেরও কথা জানিয়েছে মন্ত্রাণালয়টি। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি বিমান, নৌবাহিনীর জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।
এর আগে জানুয়ারিতে ২৪ ঘণ্টায় তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করে তাইওয়ান, যা এ বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কিনপন্থি লাই চিং-তে। এরপরই ওই যুদ্ধবিমানগুলো পাঠিয়ে ছিল চীন।
এস আর/
Discussion about this post