ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে নোঙর করা অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘাটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য নৌকাটিকে দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাতাস এবং পানির প্রবাহ এটিকে আবার জেটিতে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য নৌকাগুলোও আগুনে পুড়ে যায়।
জানা গেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত নৌকার দাম প্রায় ১৫ লাখ রুপি। এই ঘটনায় চার থেকে পাঁচ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় জেলেদের সন্দেহ, কিছু ব্যক্তি এসব নৌকায় আগুন দিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, নৌকার ডিজেল কনটেইনার এবং গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরইমধ্যে তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ।
Discussion about this post