জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
অস্ট্রিয়ার ভিয়েনায় সকল ধর্মের নেতৃবৃন্দের উপস্থিততে আন্তঃধর্মীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অস্ট্রিয়ার ইসলামিক রিলিজিয়াস অথরিটির যৌথ উদ্দ্যোগে ভিয়েনার ‘প্যালেস লোয়ার অস্ট্রিয়াতে’এই রাজকীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ প্রোটোকল অফিসার সিনিয়র কূটনীতিক মাক্সিমিলিয়ান হেননিগ ও অস্ট্রিয়ান রিলিজিয়াস অথরিটি অফিস এর প্রধান এদিনা হুসবিস।
ইফতারের পূর্বে আগত অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত উমিত ভুরাল।
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওআইসি ভুক্ত প্রায় ৪০টি মুসলিম দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিগণ।
এই ইফতার আয়োজনে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ সহ অনেকে।
এস আর /
Discussion about this post