একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যস্ত নির্বাচনী কার্যক্রমে অন্যদিকে সরকার পতনের দাবিতে অনঢ় বিএনপি। দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে বসে নেই প্রবাসী বসবাসরত বাংলাদেশিরাও। মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মীরা হুঁশিয়ারি বলেছন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকারের দাবি না মানলে অসহযোগ আন্দোলনে নামবে তারা।
তারা বলছে, তফসিল ঘোষণা হলেও নির্বাচন পেছানো বা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার নজির আছে। তাই অবিলম্বে দাবি মেনে নির্বাচন পেছাতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) বিকেলে কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরে পেতে চায়। অর বা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো পরিস্থিতিতেই তারা মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন। না।
মালয়েশিয়া শাখা বিএনপির নেতারা বলছেন,আন্দোলনে অংশ নিতে ইতোমধ্যে শত শত প্রবাসী বাংলাদেশে অবস্থান করছে। রাজপথে শুধু নেতাকর্মীরাই নন, জনতার জোয়ার দেখা যাবে এবং ভোটের অধিকার ফিরে আসবে। মালেয়শিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটার যে ঘোষণা দিয়েছে, তা জনগণ কোনোভাবে সফল হতে দেবে না।
যেকোনো সময় বিএনপির আন্দোলনের ধরন পরিবর্তন হবে এবং গতি বাড়বে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অনেকে বলেন, যারা জনগণের দাবিকে উপেক্ষা করে ক্ষমতা দখল করতে চায় তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
Discussion about this post