সন্ধ্যা হয়ে গেছে। ইফতারের আর খুব বেশি সময় বাকি নেই। বাড়িতে ইফতার করতে হবে বলেই দোকান থেকে রওনা দিয়েছিল মো. ফাহিম খা (১৭)। দ্রুত যেন বাড়ি পৌঁছাতে পারে, সে কারণে মোটরসাইকেলে সওয়ার হয় সে। কিন্তু বাড়ি ফিরে আর ইফতার খাওয়া হয়নি ফাহিমের। এক পথচারীকে প্রাণে বাঁচাতে গিয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফাহিম পাড়ি দিয়েছে না ফেরার দেশে।
নরসিংদীর রায়পুরায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম খান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম খা আমিরগঞ্জের খা বাড়ির আওলাদ খার ছেলে। সে এসএসসি পাস করে বাবার সঙ্গে মিষ্টির দোকানের ব্যবসা দেখাশোনা করতো। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহমান।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ইফতারের আগ মুহূর্তে ফাহিম বাবার দোকান থেকে ইফতার করার জন্য মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন। এ সময় এক পথচারী রাস্তা পারাপার হওয়ার জন্য রাস্তার মাঝামাঝি চলে এলে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক করায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফাহিম ছিটকে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের চাচা হাকিম খা বলেন, ফাহিম এসএসসি পাস করে পড়াশোনার পাশাপাশি বাবার মিষ্টির দোকান দেখাশোনা করতো। দোকান থেকে ইফতার করার জন্য বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন। আর আমার ভাতিজা ফাহিমের ইফতার করা হলো না।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো অভিযোগ করবে না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টিবি
Discussion about this post