শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছেন যে, কিছু জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ গোপনে কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। আমরা সে বিষয়টি আরও গভীর ভাবে তদন্ত করব।
শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করবে। এটি শুধু বুয়েটেই নয়, দেশের অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য।
মহিবুল হাসান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ যদি এমন মানসিকতা রাখে যে সেটা মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেয়ার মতো, সেটা অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রতিহত করতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করবে। এ বিষয়টি শুধু বুয়েটে তা নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সেভাবে কাজ করবে।
শিক্ষামন্ত্রী বলেন, পেছন থেকে কেউ জঙ্গিবাদী বা উগ্রবাদী মানসিকতার কিছু ইঙ্গিত দিচ্ছে কি না, সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কারণ, এই আলোচনাটা বারবার আসছে।
এ সময় বুয়েটে চলমান আন্দোলনে যাতে শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, শিক্ষার্থীসহ উভয় পক্ষকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
টিবি
Discussion about this post