ইতেকাফরত অবস্থায় আনিছুর রহমান ভুট্টু (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ময়মনসিংহের ত্রিশাল বাজার বড় মসজিদে ইতেকাফে বসেন তিনি। পরে আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার বড় মসজিদ থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
জানা যায়, তিনি উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।গত ২১ রমজান রাত থেকে ত্রিশাল বাজার বড় মসজিদে ইতেকাফে বসেন। শনিবার বিকেলে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রোববার বেলা ১১টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
টিবি
Discussion about this post